সৌদি কনসাল জেনারেলের বাগানে মিলল খাশোগির লাশের টুকরো
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৮ ২৩:০৪
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:২২

তুরস্কের সৌদি কনস্যুলেটে দেশটির সাংবাদিক জামাল খাশোগির মৃত্যু নিয়ে চলছে নানা নাটকীয়তা। চলতি মাসের শুরুতে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন খাসোগি। নানা তর্ক-বিতর্ক এবং চাপের মুখে সৌদি আরব স্বীকার করে নিহত হয়েছেন এই সাংবাদিক।
এবার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে নতুন খবর। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে তারা জানায়, ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাসভবনের বাগান থেকে খাসোগির লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, হত্যার পর খাসোগির লাশ টুকরো টুকরো করা হয়। এ ছাড়া খাসোগির মুখমণ্ডল বিকৃত করে ফেলা হয়। তবে কে, কোথায়, কখন বা কীভাবে খাসোগির লাশের টুকরা উদ্ধার করা হয়েছে তা খবরে জানানো হয়নি।
খাসোগির লাশ পাওয়া যায়নি উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বক্তব্যের পর এমন খবর সামনে আসলো।
এদিকে আজ মঙ্গলবার নিহত খাশোগির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তারা খাশোগির পরিবারকে সমবেদনা জানান।
উল্লেখ্য, বিয়ের কাগজপত্র নিতে গত ২ অক্টোবর তুরস্কের ইস্তান্বুলস্থ সৌদি কনসল্যুটে ঢোকার পর নিখোঁজ হন সৌদি রাজতন্ত্রের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগি। নিখোঁজ হওয়ার ১৭ দিন পর বৈশ্বিক চাপের মুখে অবশেষে গত শুক্রবার খাশোগি হত্যার কথা স্বীকার করেছে সৌদি আরব।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: