সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


আগামীকাল সকাল থেকে সব ধরনের নৌযান চলবে: নৌ মন্ত্রণালয়


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ০৩:৪২

আপডেট:
২০ মে ২০২৪ ২৩:০৭

আগামীকাল সকাল থেকে সব ধরনের নৌযান চলবে: নৌ মন্ত্রণালয়

প্রভাত ফেরী ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাব কমে স্বাভাবিক হওয়ায় আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে সোমবার সকাল ছয়টা থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল করবে।  রবিবার (১০ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।  ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আলমগীর কবিরও বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি বলেন, ‘আজ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবের কারণ সদর ঘাট টার্মিনাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে আগামীকাল (১১ নভেম্বর) থেকে সব ধরনের নৌযান চলাচল করবে।’



এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে শুক্রবার (৮ নভেম্বর) থেকে সারাদেশে নৌ চলাচাল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।



ঘূর্ণিঝড় বুলবুলের কারণে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। সেইসঙ্গে উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রাখা হয়।



রোববার (১০ নভেম্বর) ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে সরজমিন গিয়ে দেখা যায়, অনেকে বাড়ি যাওয়ার জন্য টার্মিনালে বসে আছেন। অনেকে শুয়ে আছেন টার্মিনালের ভিতরে। সবার মুখে একটাই প্রশ্ন-‘কখন ছাড়বে লঞ্চ?’



সকাল থেকে বরিশালে যাওয়ার জন্য পরিবারসহ টার্মিনালে বসে আছেন জসিম মিয়া। তিনি বলেন, ‘সপরিবারে বরিশাল যাওয়ার জন্য টার্মিনালে সকাল থেকে বসে আছি। কখন ছাড়বে লঞ্চ তা জানি না। কেউ বলতেও পারছে না।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top