সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুম্পার মৃত্যুতে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ০৭:৪০

আপডেট:
১৬ ডিসেম্বর ২০১৯ ০৫:২২

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পাকে (২০) ধর্ষণের আলামত পাওয়া যায়নি। শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান। তিনি রুম্পার লাশের ময়নাতদন্ত করেন।

ডা. সোহেল মাহমুদ বলেন, রুম্পার ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তাকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। আরও কিছু পরীক্ষার রিপোর্ট বাকি আছে। সেগুলো আসার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। তবে আজ রোববার পুলিশের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি বলেন, রুম্পা ধর্ষণ হয়েছে কি না সে বিষয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। নমুনা পরীক্ষার প্রাথমিক রিপোর্ট আমাদের হাতে এসেছে। সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। উপর থেকে পড়েই রুম্পার মারা যাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হওয়া গেছে। তবে, বাকি দুটি পরীক্ষার মেডিকেল রিপোর্ট এখনো আসেনি। ওই দুটি রিপোর্ট হাতে আসলে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর ৬৪/৪ নম্বর বাসার নিচে রুম্পার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই পুলিশ, সিআইডি, ডিবি ও র‌্যাবের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। পুলিশের সুরতহাল প্রতিবেদনে রুম্পার মেরুদণ্ড, বাম হাতের কনুই, ডান পায়ের গোড়ালি ভাঙা এবং মাথা, নাক, মুখে জখম ও রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়ার কথা উল্লেখ ছিল। রুম্পা পরিবারের সঙ্গে মালিবাগের শান্তিবাগে থাকতেন। তার বাবা হবিগঞ্জে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। ময়নাতদন্ত শেষে ৬ ডিসেম্বর লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার বিজয়নগরে দাফন করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top