সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


রাজধানীসহ সারাদেশে শীতের প্রকোপ, তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:২৩

আপডেট:
২০ ডিসেম্বর ২০১৯ ০৪:২৭

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীসহ সারা দেশে চলছে কনকনে ঠাণ্ডা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৭২ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি কমবে। আর ঘন কুয়াশায় ঢেকে যাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল।

এদিকে, প্রচণ্ড ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চল। ধীরে ধীরে কমছে তাপমাত্রা। সাথে কনকনে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বাতাসের বাড়তি আর্দ্রতায় হিমশিম খেতে হচ্ছে নগরবাসীকে। তাই গরম কাপড় গায়ে দিয়ে, কানটুপি ও গলায় মাফলার পেঁচিয়ে রাজধানীর মানুষ ঘর থেকে বের হচ্ছেন। আর যারা এখনো গরম কাপড় নেননি তারা ভিড় করছেন দোকানগুলোতে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, 'বাতাসে আদ্রতা যে হারে বাড়ছে সে হারে গতিবেগ বাড়তে থাকলে তীব্র শীতে ঢাকা থাকবে রাজধানী। সেক্ষেত্রে, উত্তরের জেলাগুলোয় শীতের তীব্রতা আরও প্রকট হবে। রাজধানীতে তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তবে ২১ ডিসেম্বরের পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।'

অপরদিকে রংপুর অঞ্চলে শীতের প্রকোপ আগের থেকে আরো বেড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের অভাবি মানুষের শীত নিবারণে অগ্নিকুণ্ডই একমাত্র ভরসা হয়ে।

শীত জেঁকে বসায় রংপুরের পাঁচ জেলায় প্রায় ১২ লাখ মানুষ এর শিকার। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এসব মানুষের অধিকাংশই ভাসমান-যাদের কোনো শীতবস্ত্র নেই। সরকারি এক পরিসংখ্যান থেকে জানা গেছে, প্রায় এক যুগ আগে উত্তর জনপদের বিভিন্ন এলাকায় ভূমিহীন ও অতিদরিদ্র পরিবারের যে জরিপ চালানো হয় তাতে দেখা গেছে, খুব শীতের সময় পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিবারের দিনে গড় আয় ২৫ টাকা।

এদিকে, উত্তরের জেলা কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টার ব্যবধানে সকাল ৯টার পরিমাপেও ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদ-নদীর অববাহিকায় ঘন কুয়াশাসহ শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। বেলা ১১টা পযর্ন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে জেলার অধিকাংশ জনপদ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। ফলে দিনের বেলা সড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top