সিডনী বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি, সারাদেশে বৃষ্টির শঙ্কা


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০১৯ ২২:৫৫

আপডেট:
১৫ মে ২০২৪ ১৪:১১

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: শীতের কাঁপুনি এবার থামছেই না।ক্যালেন্ডারের হিসেবে আজ বুধবার ১০ পৌষ। এই ১০ দিনে নিজের চেহারা বেশ ভালোভাবেই দেখিয়েছে পৌষ মাস। গত কয়েকবছর শীত পড়ে না, শীত পড়ে না বলে যারা মাতম করেছেন, এবার তাদেরও যেন একহাত দেখিয়ে দিল সে।

শীত কিছুটা কমলেও ঘনকুয়াশায় ছেঁয়ে আছে চারপাশ। বেলা ১১-১২টার আগে সূর্যের দেখা মিলছে না।

আজ সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসের ২৫-২৬ তারিখের দিকে সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারও তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং ২৭-২৮ তারিখের দিকে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এটি ২-৩ দিন অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা কাটতে শুরু করেছে। ঢাকাতেও দুপুরের পর সূর্যের দেখা মিলবে। তখন কমে আসবে ঠাণ্ডাও। এই মুহূর্তে রংপুর আর রাজশাহী বিভাগের ওপর দিয়ে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই আবহাওয়াবিদ আরো বলেন, কাল অর্থাৎ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিই কুয়াশাকে কমিয়ে দেবে। বিশেষ করে ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top