সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


তেজগাঁওয়ে ব্যবসায়ীকে হত্যা: কেয়ারটেকার হাসানকে ঘিরে চলছে তদন্ত


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০১৯ ১০:৫৬

আপডেট:
২৭ ডিসেম্বর ২০১৯ ১১:০৮

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও এলাকার ফ্লাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় বাসাটির পলাতক কেয়ারটেকারকে ঘিরে চলছে তদন্ত। তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক হাসান। ওই বাসায় হাসান ও সাইফুল কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। দুই থেকে তিন দিন আগে কাজ নিয়েছিল হাসান। তবে হত্যাটি পরিকল্পিত বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। বুধবার ভোরে তেজগাঁও এলাকার শান্তি নিকেতন এলাকার ফ্লাটে ব্যবসায়ী তোবারক হোসেনকে (৭০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তোবারকের সাথে আহত হন কেয়ারটেকার সাইফুল।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ওই বাসায় একাই থাকতেন তোবারক। তার সঙ্গে থাকতেন সাইফুল। গত ৫ বছর থেকে স্ত্রী, তিন মেয়ে ও একমাত্র ছেলের সঙ্গে তার সম্পর্ক নেই। এমনকি তার আত্মীয় স্বজনের সঙ্গেও তেমন সম্পর্ক ছিল না। তিনি তেজগাঁওয়ে থাকতেন এবং মহাখালীতে থাকা তার একটি মার্কেট চালাতেন। বাসার মালিক তোবারকের মার্কেটে পরিচয় হয় হাসানের সঙ্গে। এরপর ওই বাসায় কাজ জোটে হাসানের। কেয়ারটেকার হিসেবে তাকে নিয়োগ দেন তোবারক হোসেন।

আগের কেয়ারটেকার সাইফুল ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। তিনি হঠাৎ দেখতে পান হাসান তোবারককে কুপিয়ে আহত করছেন। সেই সময় তিনি বাধা দিতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে হাসান। এরপর হাসান পালিয়ে যায়। তবে হাসানের সঙ্গে আরো কেউ ছিল বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি হত্যাটি আগে থেকে পরিকল্পিত ছিল বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। তারা আরো বলছেন, হাসান কেন তোবারককে হত্যা করেন, তাকে কেউ সেই বাসায় পাঠিয়েছিল কিনা এবং তার সঙ্গে আরো কেউ আছে কিনা তা তদন্ত চলছে। পাশাপাশি তার ফেলে রেখে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে এসব জানার চেষ্টা চলছে। এ ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আসামী অজ্ঞাত উল্লেখ করে একটি মামলা হত্যা করেছেন। সব মিলে হাসানকে ঘিরেই চলছে তোবারক হত্যার তদন্ত।

হত্যার শিকার তোবারকের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জের চর পাড়ে। তিনি শান্তি নিকেতনের একটি ভবনের চারতলায় নিজ ফ্ল্যাটে একা থাকতেন। মহাখালী মামার মার্কেট নামে একটি মার্কেট চালাতেন তিনি। তোবারক চট্টগ্রামের শফি মাইজভান্ডারির অনুসারী ছিলেন। তবে মাইজভান্ডারীর অনুসারী হওয়ার কারণে তাকে খুন করা হয়েছে কিনা তাও তদন্ত চলছে।

শিল্পাঞ্চল থানার ওসি (তদন্ত) ইফতেখার হোসেন বলেন, ঘটনার সময় আহত আরেক কেয়ারটেকার সাইফুল জানিয়েছে সে ঘুমে ছিল। সেই অবস্থায় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তবে হাসান ওই বাসায় ৩ থেকে ৪ দিন আগে কাজ নিয়েছিল বলে জানা গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।


বিষয়: খুন


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top