সিডনী বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


লক্ষ্মীপুরে পিকআপভ্যান ডোবায় পড়ে নিহত ৩, আহত ১৫


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২০ ০০:৪০

আপডেট:
১৫ মে ২০২৪ ০৩:১৬

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ঢাকা রায়পুর-লক্ষ্মীপুর আন্তঃ মহাসড়কের মুক্তিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন- রফিক, মফিজ ও খোরশেদ। আহতরা হলেন- আবুল হোসেন, ইয়াছিন, রবিউল ও আকবরসহ ১৫ জন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা নির্মাণ শ্রমিকবাহী একটি পিকআপ সদর উপজেলার চন্দ্রগঞ্জে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়।

পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এসময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আহত ১৫ জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায় উদ্ধারকারীরা।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার ওয়াছি আজাদ জানান, শ্রমিকবহনকারী পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ ঘটনায় তিন নির্মাণ শ্রমিক নিহত হন, আহত আরো ১৫ নির্মাণ শ্রমিক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top