সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


কুড়িগ্রামে পুলিশের অভিযানে বিপিএল নিয়ে ৮৯ জুয়াড়ি আটক


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২০ ০৫:২৭

আপডেট:
১৪ মে ২০২৪ ০৬:০৮

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: কুড়িগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটে জুয়ার বাজি খেলারত অবস্থায় ৮৯জনকে আটক করেছে পুলিশ। এসময় ২৮ হাজার ৭৮০টাকা, ২১টি মোবাইল সেট, ৭টি টিভি ও ১টি ক্যারামবোর্ড জব্দ করা হয়। বাজীকরদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে সর্বত্র আলোচনার ঝড় ওঠে। খেলা নিয়ে বাজি ধরার ঘটনা প্রথম নয়। তবে পুলিশ অভিযোগ আমলে নিয়ে এই প্রথম অভিযান চালিয়ে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও উলিপুর থানা পুলিশ এবং ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮৯জন বিপিএলে জুয়ার বাজি খেলায় গ্রেফতার করে। এদের মধ্যে উলিপুর উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রবেশনার) উলিপুর সার্কেলের আল মাহমুদের নেতৃত্বে বিপিএলে জুয়া বিরোধী অভিয়ান চালিয়ে ৩৩জনকে আটক করে। আটককৃতদের মধ্যে হাতিয়া ইউনিয়নের চৌমহণী থেকে ৪জন, ধামশ্রেণি ইন্দ্রারপাড় থেকে ৭জন ও পৌরসভার কাজিরচক থেকে ২২জনকে আটক করে। এসময় ১৮টি মোবাইল সেট, ৩টি টিভি ও ১টি ক্যারামবোর্ড জব্দ করে।

এছাড়াও ডিবি পুলিশ উলিপুর উপজেলার ময়নার বাজারে মোনায়েম এর হোটেলে অভিযান চালিয়ে বিপিএল জুয়া খেলারত ১৯জন জুয়ারীকে গ্রেফতার করে।

অপরদিকে নাগেশ্বরী উপজেলায় এএসপি (প্রবেশনাল) আশরাফ আলীর নেতৃত্বে উপজেলার মনিয়ারহাট, কান্দুরাহাট ও দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়ারীসহ ৩টি মোবাইল ও ২টি টিভি জব্দ করে।

এদিকে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমানের নেতৃত্বে সদর উপজেলার কাঁঠালবাড়ী থেকে ১৮জন ও মোগলবাসা থেকে ২৮জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১টি টিভি ও ১টি মোবাইলসেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম আরো জানান, বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি। এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে শনিবার জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top