জনগণই আসল ক্ষমতার উৎস
প্রকাশিত:
১৭ জুন ২০১৯ ০৬:১৩
আপডেট:
৩০ নভেম্বর ২০১৯ ২২:১১
ঈদ সংখ্যা ছাড়া ঈদের আনন্দ যেন পরিপূর্ণ হয় না। পাঠক বছরের এই সময়টার অপেক্ষায় থাকেন নতুন নতুন লেখার একটি সমাহার হাতে পেতে। ফলে বাংলাদেশের মিডিয়া হাউজগুলোর প্রায় সবাই সুপরিসর ঈদ সংখ্যা প্রকাশ করে থাকে। তাই আমরা ও ভিন্ন স্বাদের গল্প, কবিতা, প্রবন্ধ আর অস্ট্রেলিয়ান কমিউনিটি সংবাদ দিয়ে সাজিয়েছি প্রভাত ফেরীর ঈদ সংখ্যা, যেখানে রয়েছে জনপ্রিয় ও মননশীল ধারার নবীন-প্রবীণ সবার লেখার সন্নিবেশ । সেই সাথে বরাবরের মত থাকছে ইমিগ্রেশন, শিক্ষা, খেলার সংবাদ সহ আরো নানা আয়োজন। আমাদের স্বল্প সময়ের পথ চলায় অস্ট্রেলিয়ার বাইরে বাংলাদেশ, আমেরিকা এবং কলকাতায় বেশ বড় আকারে গড়ে উঠছে প্রভাত ফেরীর পাঠক সমাজ। আমরা আশা করি, এই ঈদ সংখ্যা পাঠকদের ঈদ-উৎসবকে আরও আনন্দময় ও ঋদ্ধ করবে।
এবারের সংখ্যা যখন বের হচ্ছে তখন ইংল্যান্ডের মাঠে আমাদের টাইগাররা লড়ছে বাংলাদেশের জন্য। এই বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্বের ২০ বছর পূর্ণ হচ্ছে। এই সময়ে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য বলতে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা। এছাড়া অন্য বিশ্বকাপগুলোতেও বাংলাদেশ বেশ কিছু স্মরণীয় সাফল্য পেয়েছে । এবার যদি ইংল্যান্ডের বিশ্বকাপে মাশরাফি বাহিনী লাল সবুজের পতাকা উড়িয়ে শিরোপা জিতে নিয়ে আসে তবে অবাক হবার কিছু নেই। অন্যদিকে আমাদের বাসভূমির অজি বয়েজরা ২০১৫ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, তাঁরা এবারও মাঠে নামছে নিজেদের মুকুট ধরে রাখতে। বল টেম্পারিং ঝড় সামলে নিয়ে গত কিছুদিন ধরে বেশ ভালোই সাড়া ফেলেছে আমাদের অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটারদের এই দলটি। সম্প্রতি ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজে দুর্দান্ত নৈপুন্যের কারণে আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়া দলের একমাত্র মুসলিম খেলোয়াড় উসমান খাজা। কিন্তু এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরা ডেভিড ওয়ার্নারও আইপিএলে দুর্দান্ত খেলে তার অবস্থান জানান দিয়েছে। সব কিছু যদি ঠিক ঠাক থাকে, তাহলে শিরোপার অন্যতম দাবিদার গতবারের চ্যাম্পিয়নরা।
সম্প্রতি অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ার ৪৬ তম ফেডারেল নির্বাচন। লেবার এবং লিবারেল ও ন্যাশনাল পার্টি জোটের মধ্য হাড্ডাহাড্ডি লড়াই এর পূর্বাভাস থাকলেও তা হয়নি। অপ্রত্যাশিতভাবে বর্তমান ক্ষমতাসীন জোট ভালো ফল করে ক্ষমতা ধরে রেখেছে। লিবারেল পার্টির জয়ের পর প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন ‘আমি মিরাকলে বিশ্বাসী’। পুনরায় তার জোটকে নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর বিরোধীদলীয় নেতা বিল শর্টেন হার মেনে পদত্যাগ করেছেন। লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন এন্থনি আলবানিস । অস্ট্রেলিয়া গণতান্ত্রিক দেশ। এখানে জনগণই আসল ক্ষমতার উৎস। তার আরেক বার প্রতিফলন হল এবারের জাতীয় নির্বাচন, যা বিশ্বের অনেক দেশের জন্য অনুকরনীয় উদাহরন হতে পারে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে বিশ্বের মুসলিম জনগণ ঈদুল ফিতর উদযাপন করেছে। যান্ত্রিকতার যুগে আমাদের অনেকের কাছে ঈদের আনন্দটা বদলে গেছে। আমাদের ছোটবেলার ঈদের দিনগুলো একেবারে অন্যরকম ছিল। ঈদের পোষাক কেনার পর থেকেই শুরু হত অন্য রকম অনুভূতি । নতুন জামা-কাপড়, জুতা-স্যান্ডেল সব আলমারীতে লুকিয়ে রাখতাম পুরনো হয়ে যাবে এই ভেবে । চাঁদ রাতে কখনোই ভালো ঘুমাতে পারতাম না, এক ধরণের উত্তেজনা কাজ করত ঈদের দিন সারাবেলা কিভাবে কাটাব, কোথায় কোথায় বেড়াতে যাব এই ভেবে। পরিবারের সব সদস্য মিলে এক সাথে ঈদ করার সেই আনন্দটা কোথায় যেন আজ হারিয়ে গেছে। এই সময় যারা প্রবাসে একা থাকেন, তারা ঈদ করেন আত্মীয় স্বজন থেকে দূরে একা নিঃসঙ্গ ভাবে। তাদের মনের কোনে বিষাদের হাহাকার যেন ঈদের আনন্দকে মলিন করে তুলে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। উচু নীচু, ধনী গরিব সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেই। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি সুখি ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি এটাই হোক আমাদের প্রত্যাশা। প্রভাত ফেরীর পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।
শ্রাবন্তী কাজী আশরাফী
সম্পাদক
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: