‘জনতার শেখ হাসিনা, গানের সিডির মোড়ক উন্মোচন


প্রকাশিত:
১ জুন ২০১৯ ০১:০৬

আপডেট:
৩ জানুয়ারী ২০২৬ ১৮:০০

‘জনতার শেখ হাসিনা, গানের সিডির মোড়ক উন্মোচন


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শীর্ষক গানের, সিডি 'জনতার শেখ হাসিনা, মোড়ক উন্মোচন করা হয়েছে।মাননীয় প্রধান মন্ত্রীর উন্নয়ন কম'কান্ড এর উপর গানের এলবাম "জনতার শেখ হাসিনা"  গানের সিডিটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করা হয়। তাকে নিয়েই গাওয়া গানের সিডির মোড়ক উন্মোচন করেন অর্থ মন্ত্রনালয়ের যুগ্ল সচিব রেজাউল করিম কথা ও সুর করেছেন কাজী ফারুক বাবুল। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী, জলি আশরাফী, মোস্তাফিজুর রহমান মিন্টু সিনিয়র ফটোগ্রাফার অর্থকন্ঠ ও মুন্নি  আহমেদ কলকাতা টিভি বাংলাদেশ ব্যুরো সহ আরো অনেকে।








 




বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top