সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


'বিনোদন নগরী' নির্মিত হতে যাচ্ছে সৌদিতে


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০১৮ ০২:৪৬

আপডেট:
১৯ মে ২০২৪ ০২:৩৫

'বিনোদন নগরী' নির্মিত হতে যাচ্ছে সৌদিতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের সন্নিকটে একটি বিনোদন নগরী নির্মান হতে যাচ্ছে। বাদশাহ সালমান বুধবার এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 



কর্মকর্তারা জানান, সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতিতে ভিন্নতা আনার প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার প্রেক্ষাপটে মাল্টি বিলিয়ন ডলারের নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওই বিনোদন নগরী এ প্রকল্পেরই একটি অংশ।  



জানা গেছে, রিয়াদের দক্ষিণ-পশ্চিমের কিদিয়ায় ৩৩৪ বর্গ কিলোমিটারের এ মেগা প্রকল্পে থাকছে থিম পার্ক, মোটর স্পোর্টস সুবিধা ও একটি সাফারি পার্কসহ ওয়াল্ট ডিজনী ।



এ বিষয়ে প্রকল্প কর্মকর্তা ফাহাদ বিন আব্দুল্লাহ তৌসি বলেন, এ প্রকল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে।



প্রসঙ্গত, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির নানা ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছেন।দেশটির সুদুরপ্রসারী ভিশন-২০৩০ সংস্কার কর্মসূচির প্রধান উদ্যোক্তা তিনি।



সূত্র: গাল্ফ নিউজ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top