করোনা সংক্রমণ: পিছিয়ে গেল নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন
 প্রকাশিত: 
 ১৮ আগস্ট ২০২০ ২২:১৭
 আপডেট:
 ১৮ আগস্ট ২০২০ ২২:৩২
রিপোর্টঃ মু: মাহবুবুর রহমান
নতুন করে করোনা সংক্রমণ দেখা দেয়ায় নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ই অক্টোবর। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১৯ই সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদীয় নির্বাচনের ভোট অনুষ্ঠানের কথা ছিল। তবে এখন আর সেটা আর হচ্ছে না, চার সপ্তাহ পিছিয়ে ১৭ই অক্টোবর নির্ধারণ করা হয়েছে নির্বাচনের নতুন তারিখ।
আজ (১৭ই আগস্ট) রাজধানী ওয়েলিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন নির্বাচন পিছিয়ে দিয়ে নতুন তারিখ ঘোষণা করেন। জেসিন্ডা আরডর্ন বলেন, ‘নির্বাচন পেছনোর কোনো ইচ্ছাই আমার ছিল না। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পেছানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই আমাদের।’
নিউজিল্যান্ডের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী চাইলে প্রয়োজনে দুই মাসের জন্য নির্বাচন পিছিয়ে দিতে পারেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন বলেন, ‘করোনা সংক্রমণের কারণে প্রচার বন্ধ হয়ে গিয়েছে। সে কারণেই নির্বাচন পিছনোর সিদ্ধান্ত নেওয়া হলো’। এছাড়া বিরোধী দলও নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছিল।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গত বুধবার (১২ আগস্ট) নিউজিল্যান্ড সংসদ ভেঙে দেয়ার কথা ছিল। ১১ আগস্ট করোনা সংক্রমণ দেখা সংসদ ভেঙে দেয়ার নতুন তারিখ নির্ধারিত হয়েছিল আজ (১৭ই আগস্ট)। কিন্তু নির্বাচন পিছিয়ে যাওয়ায় সংসদ ভেঙে দেয়ার নতুন তারিখ নির্ধারিত হয়েছে ৬ই সেপ্টেম্বর।
নিউজিল্যান্ডে টানা ১০২ দিন স্থানীয় কোনো করোনা সংক্রমণ ছিল না। তবে গত ১১ই আগস্ট নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডের একটি পরিবারের চার জনের দেহে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর প্রায় প্রতিদিনই নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। নতুন আক্রান্তদের নিয়ে নিউজিল্যান্ডে বর্তমানে (১৭ই আগস্ট পর্যন্ত) ‘অ্যাকটিভ’ করোনারোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে।
করোনা সতর্কতামূলক ব্যবস্থা অনুযায়ী পুরো নিউজিল্যান্ড এখন ‘অ্যালার্ট লেভেল ২’স্তরে রয়েছে। আর অকল্যান্ডে বহাল আছে আংশিক লকডাউন।
মু: মাহবুবুর রহমান
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক
বিষয়: মু: মাহবুবুর রহমান

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: