সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


কলকাতার বাজারে সোনার দর কোথায়


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২০ ২৩:৪৯

আপডেট:
৭ মে ২০২৪ ২১:৪৬

 

প্রভাত ফেরী: বিয়ের মরশুমে সোনার দাম ক্রমাগত বাড়তে দেখা গেলেও পর পর কয়েকদিন উত্থান পতনের পর আজ ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিনে সোনার দাম নামতে শুরু করেছে। একনজরে দেখা যাক সোনার দাম ৫ ডিসেম্বর কোথায় দাঁড়িয়েছে।
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গোল্ড ফিউচার এদিন ০.২ শতাংশ থেকে নেমে যায়। ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,২০৯ টাকা। কার্যত সোনার দাম ৫০ হাজারের থেকে গত কয়েকদিন ধরেই নামতে শুরু করেছে। রুপোর দাম শনিবার রুপোর দাম ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৩,৮৪৮ টাকা হয়েছে। এদিন রুপোর দাম, ১ কেজিতে ০. ৩ শতাংশ কমেছে।
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৭, ০৫০ টাকা হয়েছে । ২৪ ক্যারেটে শহর কলকাতায় সোনার দাম দাঁড়িয়েছে ৫০, ৬৩০ টাকা। ফলে বিয়ের বাজারে ফের একবার শহরে সোনার দাম ৫০ হাজারে ঠেকেছে শহরের ২৪ ক্যারেটে সোনার দাম।
অন্যান্য শহরে সোনার দাম চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬, ৫২০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫০, ৭৫০ টাকা। মুম্বইয়ে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮৩৩০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯ ৩৩০ টাকা । দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে সোনার দাম ৪৮, ০৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৬৪০ টাকা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top