সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


চীনের শ্যানডং সোনার খনিতে বিস্ফোরেণ আটকে পড়লো ২২ জন শ্রমিক


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২১ ০০:১৮

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ২২:৫৪

 

চীনের একটি সোনার খনিতে ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে আটকা পড়েছে অন্তত ২২ জন শ্রমিক। স্থানীয় সময় রোববার (১০ জানুয়ারি) চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের শিচেং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার ও আল জাজিরার প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এরই মধ্যে তাদের উদ্ধারে উদ্ধারকারী দল পাঠিয়েছে কর্তৃপক্ষ।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সামাজিক মাধ্যমে একটি পোস্টে শ্যানডং কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধারকর্মীরা আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণটি ভূগর্ভস্থ যোগাযোগ সিগন্যাল সিস্টেমকে ক্ষতিগ্রস্থ করেছে। যার কারণে তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না। এই খনিটির মালিক শ্যানডং উকাইলং ইনভেস্টমেন্ট। চীনের খনিগুলো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের একটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জন মারা যান। মাত্র দুই মাসের মধ্যে এই অঞ্চলের এটি দ্বিতীয় দুর্ঘটনা। ডায়োশুইডং কয়লা খনিতে মাত্রাতিরিক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের ফলে ভূগর্ভে আটকে থাকা ২৪ জনের মধ্যে তাদের মৃত্যু হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top