সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


দীনেশের তৃণমূল ছাড়ার প্রস্তুতি ছিল এক বছর আগ থেকে


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৫

আপডেট:
৭ মে ২০২৪ ১৭:১৭

 

প্রভাত ফেরী: এক বছর আগে থেকে মানসিকভাবে তৃণমূল ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দীনেশ ত্রিবেদী? এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্য় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। শুক্রবার দীনেশের ইস্তফার পর বিজয়বর্গীয় দাবি করেন, তৃণমূলে তিনি কাজ করতে পারছেন না বলে এক বছর আগেই নাকি তাঁকে জানান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এরপরেই আক্ষেপের সুরে কৈলাশ বলেন, ‘দীনেশ ত্রিবেদী দল ছাড়তে বড্ড দেরি করে ফেলেছেন।‘ যদিও বিজেপিতে আসতে চাইলে দরজা খোলা বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্য়সভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। এদিন রাজ্যসভায় দীনেশ ত্রিবেদী বলেন, 'আমি আজ রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছি। আমার রাজ্যে অশান্তি হচ্ছে। আমরা সেখানে কিছু বলতে পারি না। কাজ করা সম্ভব হচ্ছিল না। দলের প্রতি আমি কৃতজ্ঞ। দলীয় নেতৃত্ব আমাকে এখানে পাঠিয়েছে। আমার দমবন্ধ হয়ে আসছিল। রাজ্যে হিংসা নিয়ে কিছু করতে পারছিলাম না। আমার অন্তরাত্মা বলল, এখানে বসে যখন কিছুই করতে পারছি না তখন ইস্তফাই দেওয়া উচিত। বাংলার জন্য কাজ করতে থাকব।'

দীনেশ ত্রিবেদীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘সৎ ব্যক্তিদের তৃণমূলে কোনও জায়গা নেই। তৃণমূল যাচ্ছে এবং বিজেপিতে আসছে তা স্পষ্ট।‘ এদিকে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘ভালো মানুষ, খারাপ দলে গিয়ে ফেঁসে গিয়েছিলেন। বিজেপিতে আসতে চাইলে স্বাগত।‘

অন্যদিকে, বনধ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল ও CPI(M)-কে লাইমলাইটে আনার চেষ্টা করছে। বিজেপির ভোট কমানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে তৃণমূল।‘ তিনি আরও বলেন, 'সাধারণ মানুষ আর বনধ চান না।'

পাশাপাশি এদিন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, তিনি দলবদল করছেন না। তাঁর কথায়, ‘এই সময় অন্য দল ছেড়ে সকলে বিজেপিতে যোগদান করতে চাইছে। কেউ বিজেপি ছেড়ে যাবে না।‘ প্রসঙ্গত, সোমবার বিধানসভার শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে দলবদলের জল্পনা উস্কে দিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস। এর মধ্যে বিশ্বজিতের বাড়িতেও পুলিশি নিরাপত্তার প্রস্তাব যাওয়ায় জল্পনা বেড়েছিল। কিন্তু, এই নেতা আপাতত দলেই থাকছেন বলে জানান দিলীপ ঘোষ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top