সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


শরণার্থী থেকে সিটি কাউন্সিলর - অর্ফি মিকালা : মু: মাহবুবুর রহমান


প্রকাশিত:
৪ মার্চ ২০২১ ২০:৪৬

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৮:৪৯

ছবিঃ অর্ফি মিকালাড

 

নিউজিল্যান্ডের পামারস্টোন নর্থ সিটি কাউন্সিলের নতুন সিটি কাউন্সিলর হিসেবে শপথ নিলেন এই শহরে শরণার্থী বা রিফুইজি হিসাবে আসা অর্ফি মিকালাড। ২০০৬ সালে তিনি নিউজিল্যান্ডে তার পরিবারের সাথে শরণার্থী হিসেবে প্রবেশ করেছিলেন। অর্ফি মিকালাড পামারস্টোন নর্থ সিটি কাউন্সিলের উপ-নির্বাচনে বিজয়ী হন। আগের সিটি কাউন্সিলর টাঙ্গি উথিকেরি ২০২০ জাতীয় নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ পদটি খালি হয়।

উপ-নির্বাচনে অর্ফি মিকালাড নামিদামি ১০ জন প্রার্থীকে পরাজিত করেন যাদের মধ্যে ছিলেন ২০২০ নির্বাচনে ন্যাশনাল পার্টির সংসদ সদস্য প্রার্থী উইলিয়াম উড, ছিলেন দুই দুইবার নির্বাচিত এম পি ডারোচ বল। অর্ফি মিকালাড ৭,১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উইলিয়াম উড পান ৫,৯৩০ ভোট। উপ-নির্বাচনে ভোট প্রদানের হার ২৭.২৩%। 

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের পাশের শহর পামারস্টোন নর্থ যার আয়তন প্রায় ৩৯৫ বর্গ কিলোমিটার (বাংলাদেশের ঢাকা শহরের সমান) তবে লোকসংখ্যা মাত্র ৮৫,০০০ (পঁচাশি হাজার)। পামারস্টোন নর্থকে সংক্ষেপে অনেকে ‘পালমি’ নামে ডাকেন।   

যে টাঙ্গি উথিকেরি স্থানীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পামারস্টোন নর্থের সিটি কাউন্সিলর পদটি খালি হয় সেই টাঙ্গি উথিকেরির উৎসাহের কারণেই রাজনীতিতে প্রবেশ করেন অর্ফি মিকালাড। তিনি যখন ফ্রেবার্গ হাই স্কুলে পড়তেন তখন টাঙ্গি উথিকেরি ছিলেন তাঁর ইতিহাসের শিক্ষক। নিউজিল্যান্ডের দৈনিক পত্রিকা স্টাফের সঙ্গে এক সাক্ষাৎকারে অর্ফি মিকালাড বলেন টাঙ্গি উথিকেরির পড়ানোর ধরণ তাঁকে রাজনীতিতে আসতে সাহস জুগিয়েছে এবং তাঁর শিক্ষক তাঁকে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসাহ দিয়েছেন।  

ছবিঃ লেখক মু: মাহবুবুর রহমান এবং সিটি কাউন্সিলর অর্ফি মিকালাড

শরণার্থী কোটায় ২০০৬ সালে অর্ফি মিকালাড তাঁর পরিবারের সঙ্গে পামারস্টোন নর্থে আসেন। তারা মধ্য আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ কঙ্গো থেকে নিউজিল্যান্ডে আসেন। ৩০ বছর বয়সী অর্ফি মিকালাড রাজনীতিতে মাস্টার্স করেন এবং তাঁর চার বছরের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। তবে অর্ফি মিকালাড সরাসরি রাজনীতিতে নামেন এই উপ-নির্বাচন উপলক্ষে এবং নেমেই বাজিমাত করলেন, হলেন নিউজিল্যান্ডের স্থানীয় সরকারের নির্বাচিত সিটি কাউন্সিলর।  

বিজয়ের পর নিউজিল্যান্ডের দৈনিক পত্রিকা স্টাফের সঙ্গে এক সাক্ষাৎকারে অর্ফি মিকালাড বলেন, ‘‘আমি আশ্চর্য ও আনন্দিত হয়েছি এজন্য যে পামারস্টন নর্থের বেশিরভাগ ভোটার তাদের সম্প্রদায়ের মধ্যে জাতিগত বৈচিত্র্য গ্রহণ করেছেন এবং আমাকে সিটি কাউন্সিলে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন।’’ তবে তিনি বলেন, অভিবাসী হবার কারণে তাকেও বর্ণবাদের মুখোমুখি হতে হয়েছে এবং বর্ণবাদ নিউজিল্যান্ডে এখনো বর্তমান। অর্ফি মিকালাড বলেন, ‘‘তবে পামারস্টন নর্থ বৈচিত্র্যময় শহর এবং এখানকার বাসিন্দারা উন্মুক্ত মনোভাবের অধিকারী ... এই নির্বাচনে আমার জয়ের বিষয়টি তার সাক্ষ্য দেয়।’’  

নির্বাচনী প্রচারের সময় অর্ফি মিকালাড পামারস্টোন নর্থ শহর থেকে মেধা পাচার বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানান। এছাড়া এই শহরের আবাসন সংকট নিরসন এবং কাউন্সিল ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে তিনি কাজ করবেন বলে উল্লেখ করেন। শপথ নেয়ার পর নিজের ফেসবুক পেজে অর্ফি মিকালাড লেখেন, ‘‘স্থানীয় সরকারে কাজ করা হবে আরো উৎসাহব্যাঞ্জক। আজ সকালে শপথ নিয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এখন সময় নির্বাচনকালীন প্রতিশ্রুতি পূরণের। ধন্যবাদ পালমি।’’   

 

মু: মাহবুবুর রহমান
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top