সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


শেকড়বিহীন ইসরাইল নামক বৃক্ষটি পঁচে গেছে: ইরানের প্রতিরক্ষামন্ত্রী


প্রকাশিত:
২৪ মে ২০২১ ১৯:৫১

আপডেট:
৩ মে ২০২৪ ০৯:৪৯

 

প্রভাত ফেরী: ইহুদিবাদী ইসরাইল নামক শেকড়বিহীন বৃক্ষটি পঁচে গেছে এবং সাম্প্রতিক গাজা যুদ্ধ প্রমাণ করেছে, এটি শিগগিরই উপড়ে পড়বে। বললেন, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

তিনি রোববার তেহরানে প্রতিরক্ষা শিল্পের কিছু অর্জন প্রদর্শনীর উদ্বোধনি অনুষ্ঠানে এ মন্তব্য করেন। জেনারেল হাতামি বলেন, আজ ইসলামি প্রজাতন্ত্র ইরান এমন একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যা বিগত কয়েকশ’ বছরে নজিরবিহীন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিরক্ষা শক্তি ও জনগণের পৃষ্ঠপোষকতার সমন্বয়ে ইরান এক অকুতোভয় শক্তিতে পরিণত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই শক্তির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে আমির হাতামি বলেন, শত্রু এখন দুঃখ করে বলতে বাধ্য হয় যে, তারা ইরানের মোকাবিলায় শ্রেষ্ঠত্ব হারিয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশের প্রতিরক্ষা শক্তিকে যুক্তিপূর্ণভাবে সঠিক জায়গায় কাজে লাগানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের সব দেশকে ঐক্যবদ্ধভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

জেনারেল হাতামি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির প্রতি ইঙ্গিত করে বলেন, প্রকৃত অর্থেই আমরা ক্ষেপণাস্ত্র শক্তিতে অনন্য অবস্থানে পৌঁছেছি এবং ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম। নিঃসন্দেহে ইরান বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র শক্তির অধিকারী বলেও তিনি উল্লেখ করেন। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top