সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিকেল থেকে!


প্রকাশিত:
২৯ জুলাই ২০২১ ১৯:৫০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৪:০৬

 

প্রভাত ফেরী: ভোর থেকেই একটানা বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যে। জলমগ্ন বিভিন্ন অঞ্চল। বিকেল থেকেই শুরু হবে অতিভারী বৃষ্টিপাত। কতক্ষণ চলবে বৃষ্টি?
বিগত দু'দিন ধরেই প্রবল বর্ষণের সাক্ষী হয়েছে বাংলা। ধীরে ধীরে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে তা আগেই জানিয়েছিল আলিপুর। পূর্বাভাস মতোই, বৃহস্পতিবার ভোর থেকে রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। আজ সন্ধ্যা ছ' টার পর থেকে বৃষ্টির তীব্রতা ভীষণভাবে বাড়বে, জানালেন ভূতত্ত্ববিদ সুজীব কর। তাঁর কথায়, 'বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে সে ক্ষেত্রে মেঘের গভীরতা প্রায় সাত থেকে আট কিলোমিটার। আজ সন্ধ্যার পর থেকে যে বৃষ্টি হবে, সে ক্ষেত্রে মেঘের গভীরতা কমপক্ষে ১০ কিলোমিটার থাকবে। অর্থাৎ গড়ে প্রায় ২০০-২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে'।
আবহাওয়াবিদের কথায়, আগামীকাল ভোর সাড়ে চারটে পর্যন্ত একটানা চলতে পারে বৃষ্টি'।
এ প্রসঙ্গে সুজীব কর বলেন, 'আবহাওয়ার যা পরিস্থিতি ছিল, তাতে এই মুহূর্তে রাজ্যে মৌসুমী বায়ুর প্রবেশ করার কথা নয়। কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে অবস্থিত মৌসুমী বায়ুর শাখাকে টেনে নিয়ে এসেছে বাংলায়। সেই কারণেই এখন মেঘের গভীরতা প্রবল'।
বিশেষজ্ঞের কথায়, 'যেহেতু নিম্নচাপ বর্ষাকে টেনে নিয়ে এসেছে, তাই কতদিন পরিস্থিতি স্থায়ী হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। অগাস্ট মাসে একটানা বৃষ্টিপাত হতে পারে। তবে বেশিরভাগটাই হবে নিম্নচাপের জেরে। পুজো অবধি বৃষ্টি চলবে'। অক্টোবর মাসের ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
এ দিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, 'উত্তর বঙ্গোপাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আরও একটু ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের কাছে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম দিকেই এর মুভমেন্ট হবে। পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে সরে যাবে ওই নিম্নচাপ। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে'।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top