সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


দিল্লির বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকিতে নিরাপত্তা জোরদার


প্রকাশিত:
৮ আগস্ট ২০২১ ২১:০৫

আপডেট:
৫ মে ২০২৪ ২১:১৫

 

প্রভাত ফেরী: দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পর সম্ভাব্য নাশকতা এড়াতে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কাবস্থা জারি করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, শনিবার বিমানবন্দরের কন্ট্রোল রুমে হুমকি দিয়ে একটি ইমেইল আসে। সেখানে লেখা ছিল, আল কায়দা বিমানবন্দরে হামলার পরিকল্পনা করেছে। কর্ণবীর সুরী ওরফে মোহাম্মদ জালাল ও তার স্ত্রী শেলী সারদা ওরফে হাসিনা রোববার সিঙ্গাপুর থেকে দিল্লি আসছেন। 

আগামী তিন দিনের মধ্যে তারা বিমানবন্দরে বোমা রাখার পরিকল্পনা করেছেন। এই ইমেইল পাওয়ার পরে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। 

দিল্লি পুলিশ বলছে, তদন্তে জানা গেছে আগেও এই দু’জনের নামে বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে ইমেইল করা হয়েছে। এরপরও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ। 

নিরাপত্তায় যাতে কোনো কমতি না হয় সে দিকে নজর রাখা হচ্ছে। বিমানবন্দরে প্রবেশ ও বাইরের দরজায় অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে পুলিশ কুকুর। 

দিল্লি পুলিশ জানিয়েছে, কোথা থেকে ইমেইল করা হয়েছে এবং এর পিছনে আদৌ কোনো দূরভিসন্ধি রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তারা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top