সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


ইউরোপে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, ফ্রান্সে পৌনে দুই লাখ


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২১ ২২:৩২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ২৩:৪২

 

প্রভাত ফেরী: ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যে সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছে ভাইরাসটি। মঙ্গলবার ফ্রান্সে রেকর্ড ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে যুক্তরাজ্য, ইতালি, গ্রিস ও পর্তুগালে করোনা শনাক্তের রেকর্ড ছাড়িয়ে গেছে।

এর আগে ক্রিসমাসে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। বিশেষজ্ঞদের ধারণাই বাস্তবে রূপ নিচ্ছে।

এছাড়া ব্রিটেনে একদিনে ১ লাখ ২৯ হাজার ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। জার্মানিতে আক্রান্ত ৩০ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু ৪৪৮ জন। ইতালিতে নতুন করে আক্রান্ত ৭৮ হাজারের বেশি এবং মৃত্যু ১৭৫ জন। গ্রিসে আক্রান্ত ২১ হাজারের বেশি এবং মৃত্যু ৬১ জন। পর্তুগালে আক্রান্ত ১৭ হাজার এবং মৃত্যু ১৯ জন।

স্পেনে একদিনে আক্রান্ত ৯৯ হাজারের বেশি এবং মৃত্যু ১১৪ জন। রাশিয়ায় আক্রান্ত ২১ হাজারের বেশি এবং মৃত্যু ৯৩৫ জন।

এদিকে অমিক্রনে আক্রান্ত হলেও ঝুঁকি কম বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার জন বেল। তিনি বলেন, যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের সেখানে অল্প দিন থাকতে হচ্ছে।

ওমিক্রন ঠেকাতে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরাও বুস্টার ডোজ নিতে পরামর্শ দিয়েছেন।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top