সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


রাজ্যে করোনা গ্রাফ কমছে


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২২ ২২:৫৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৯:৪০

 

প্রভাত ফেরী: রাজ্যে করোনা গ্রাফে স্বস্তি। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল। ২৪ হাজার থেকে কমে হয়েছে ১৯ হাজার ২৮৬ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। স্বাস্থ্য দফতর সোমবারের সন্ধ্যায় যে হিসাব দিয়েছে তা অনুযায়ী বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা গত দিনের তুলনায় ১১ হাজার ৮৩ জন বেড়েছে। ফলে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ৮৯ হাজার ১৯৪ জন। রাজ্যে সুস্থতার হার ৯৩ শতাংশের সামান্য বেশি।

তবে বঙ্গে আক্রান্তের নিরিখে কলকাতা শীর্ষে থাকলেও কমেছে দৈনিক সংক্রমিতের হার। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৬ জন। এরপরই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা।

তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমেছে কোভিড টেস্টের সংখ্যা। প্রায় ২০ হাজার টেস্ট কম হয়েছে। এদিকে, কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেশনের নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইসোলেশন অথবা কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে।

এর মধ্যে টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে। ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না।

তিন সপ্তাহের মধ্যে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং বর্ধমান, এই পাঁচ জেলা চিন্তায় রেখেছে কেন্দ্রকে।

দেশে করোনা সুনামি। একদিনে নতুন করে সংক্রমিত ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৮ লক্ষ। ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৪৬১।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top