সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


পুতিনের সাথে সাক্ষাতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট


প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২২ ০১:৪৩

আপডেট:
১৭ মে ২০২৪ ১৮:০৪

 

প্রভাত ফেরী: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান এবং পুতিন কী চান তা খুঁজে বের করতে হবে।

জার্মানিতে অনুষ্ঠিত ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট একথা বলেছেন। সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে কবে ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ করা হবে তার সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে।

তিনি আরো বলেন, গত আট বছর ধরে ইউক্রেন ঢাল হিসেবে কাজ করছেন এবং বিশ্বের অন্যতম শক্তিধর সেনাবাহিনীকে আটকে রেখেছে। মিউনিখ সম্মেলনে দেয়া বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশের হয়ে ন্যাটো সামরিক জোটের কাছে আরো সমর্থনের আহ্বান জানান।

ইউক্রেনের পূর্বাঞ্চলে যখন অব্যাহতভাবে রুশপন্থী গেরিলাদের গোলাবর্ষণ চলছে এবং ইউক্রেনের অন্তত দুই সেনা নিহত হয়েছেন তখন তিনি মিউজিক সফর করলেন।

বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের সামনে দেয়া বক্তৃতায় জেলেনস্কি আরো বলেন, আমরা মনে করি না যে, অহেতুক ভীতি ছড়ানোর দরকার আছে।

এর আগেও তিনি মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু পশ্চিমা গণমাধ্যমের প্রচারণার দেখলে মনে হবে এখানে যুদ্ধ চলছে। দয়া করে আপনারা এই ধরনের ভীতি ছড়াবেন না, আমরা যুদ্ধ চাই না?

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top