সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


বেসামরিক নাগরিকদের সুযোগ দিতে রাশিয়ার ফের যুদ্ধবিরতি


প্রকাশিত:
১০ মার্চ ২০২২ ০১:৫৮

আপডেট:
১০ মে ২০২৪ ১০:৪০

 

প্রভাত ফেরী: ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের যুদ্ধবিরতিতে সুমি শহর থেকে পাঁচ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দিতে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। একইসাথে ‘মানবিক করিডর’ প্রস্তাব করেছে দেশটি।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।

খবরে জানানো হয়, বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দিতে নতুন এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে।

যুদ্ধবিরতির সুযোগে কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ ও মারিউপোল শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য ‘মানবিক করিডর’ প্রতিষ্ঠা করা হবে।

এই সপ্তাহে তৃতীয়বারের মতো এ ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের যুদ্ধবিরতিতে সুমি শহর থেকে পাঁচ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

তবে চেরনিহিভ শহরে রাশিয়ার হামলার কারণে এ ধরনের উদ্যোগ ব্যর্থ হয়।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: বিবিসি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top