সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র–বহরে হামলার সম্ভাবনা


প্রকাশিত:
১৪ মার্চ ২০২২ ০১:১১

আপডেট:
১০ মে ২০২৪ ০৮:৫৮

 

প্রভাত ফেরী: যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এবার মস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনে যেসব পশ্চিমা অস্ত্রবহর রয়েছে, সেসব লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

শনিবার (১২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, পশ্চিমের বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্রের গাড়ি প্রবেশ করানো শুধু একটি বিপজ্জনক পদক্ষেপ নয়, এটি এমন একটি পদক্ষেপ যা এই অস্ত্রবহরগুলোকে হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এ ব্যাপারে আগে থেকেই যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, মস্কোর সতর্কতাকে গুরুত্বের সঙ্গে নেয়নি যুক্তরাষ্ট্র। ফলে ইউক্রেনের বিষয়ে কোনো আলোচনা প্রক্রিয়ায় যাচ্ছে না রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : আলজাজিরা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top