সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ইউক্রেন ত্যাগে মার্কিন নাগরিকদের আহ্বান


প্রকাশিত:
১৫ মার্চ ২০২২ ০০:৪৪

আপডেট:
১৯ মে ২০২৪ ২০:১৫

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: মার্কিন দূতাবাস এক টুইটে জানিয়েছে, মার্কিন নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। কারণ, চলমান রাশিয়ান হামলা নিরাপত্তা পরিস্থিতিকে ‘হিংসাত্মক এবং অপ্রত্যাশিত’ করে তুলেছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বেড়ে যাওয়ায় মার্কিন নাগরিকদের এখনই দেশটি ত্যাগ করতে আহ্বান জানিয়েছে ইউক্রেনের যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার (১৪ মার্চ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাস এক টুইটে জানিয়েছে, মার্কিন নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। কারণ, চলমান রাশিয়ান হামলা নিরাপত্তা পরিস্থিতিকে ‘হিংসাত্মক এবং অপ্রত্যাশিত’ করে তুলেছে।

এ ছাড়া মার্কিন নাগরিকদের ভ্রমণের রুট এবং ঝুঁকিগুলিকে ‘সাবধানে বিবেচনা’ করার জন্য সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : বিবিসি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top