সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ভারতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে নিষেধাজ্ঞা


প্রকাশিত:
৩ জুলাই ২০২২ ০৩:২৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৬:১২

 

একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত। শুক্রবার থেকে এটি কার্যকর হয়।বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ ভারতে পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক বর্জ্য।

নিষিদ্ধ পণ্যের তালিকায় প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ স্ট্র, ছুরি-চামচ, ইয়ার বাড, মোড়ক, বেলুন, ক্যান্ডি এবং আইসক্রিমে ব্যবহার করা কাঠি, সিগারেটের প্যাকেটসহ আরও বেশ কিছু পণ্য রয়েছে।

খাদ্য, পানীয় এবং ভোগ্য পণ্য তৈরির কোম্পানিগুলোর পক্ষ থেকে এ ধরনের প্লাস্টিকের ওপর বিধি-নিষেধ আরোপ না করার দাবি করা হয়েছিল। তাদের দাবি, প্লাস্টিকের বিকল্প জিনিস ব্যবহারের প্রস্তুতি তারা নিতে পারেনি।

ভারত প্রতি বছর ১৪ মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করে। কিন্তু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতা থাকায় ও সাধারণ মানুষের সচেতনতার অভাবে এগুলো আবর্জনায় পরিণত হয়।

আর এসব আবর্জনার কারণে পরিবেশে বিরূপ প্রভাব পড়ে। বর্জ্য পরিবহণ লাইনগুলো আটকে যায়। তাছাড়া প্লাস্টিক বর্জ্য পানিতে ফেলায় অনেক জলজ প্রাণী মৃত্যুবরণ করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top