রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের
প্রকাশিত:
৯ জুন ২০২৩ ২২:৫৬
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৩:৪১

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। তবে প্রায়ই রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করছে ইউক্রেন। এবার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১০টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটি। খবর আল-জাজিরার।
৯ জুন, শুক্রবার ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ান বাহিনী ১৬টি ড্রোন ও ৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
এদিকে নোভা কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ধ্বংসের পর ইউক্রেন ও রাশিয়ার বিশাল এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে ভেসে যাওয়া স্থল মাইনগুলোর অবস্থান শনাক্ত করা যাচ্ছে না ও এ থেকে আরও বড় বিপর্যয় ঘটার শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস।
সংস্থাটি বলছে, যুদ্ধকবলিত এসব এলাকায় বিপুল সংখ্যক মাইন পুঁতে রাখা হয়েছিল। বন্যার পানিতে এসব এলাকা তলিয়ে যাওয়ায় সেগুলোর অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। এর ফলাফল ভয়ানক হতে পারে।
সম্প্রতি ইউক্রেনের খেরসনে বিস্ফোরণের ফলে কাখোভকায় বাঁধের একাংশ ভেঙে যায়। ফলে নিপ্রো নদীর পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দেয়। এতে নদীর তীরবর্তী রাশিয়া-ইউক্রেনের বিভিন্ন এলাকার ৪২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন।
বিষয়: রাশিয়া ইউক্রেন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ
আপনার মূল্যবান মতামত দিন: