সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা


প্রকাশিত:
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৪

আপডেট:
১৯ মে ২০২৪ ০০:৩৮

 

ভারতের ঝাড়খণ্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।


ঝাড়খণ্ডের জামতাড়া ও কার্মাটাঁড়ের মাঝে দুর্ঘটনাটি ঘটে। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। অন্ধকারের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।


প্রাথমিকভাবে জানা গেছে, ভারতীয় সময় বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে আচমকাই আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেন জামতাড়া পেরিয়ে কার্মাটাঁড় পার হচ্ছিল।

এরপরই বেশ কিছু যাত্রী হঠাৎ করে রেললাইনে নেমে পড়ে। উল্টোদিক থেকে আসানসোল ঝাঁঝা এক্সপ্রেস সে সময় আসছিল। সেই ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখার সময় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। আহতদের জামতারায় নিয়ে আসতে মেডিক্যাল টিম, অ্যাম্বুলেন্স ও বাস ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জামতারার জেলা প্রশাসক জানিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top