সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনের চাপ


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪ ১৯:৩৫

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০০:০৬


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে হামাসকে তাগাদা দেওয়ার আহবান জানিয়েছেন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও মিসরের প্রতিনিধিদের কাছে গত শুক্রবার পাঠানো এক চিঠিতে এই আহবান জানান তিনি। কায়রোয় যুদ্ধবিরতির আলোচনার প্রাক্কালে মার্কিন এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। চলতি সপ্তাহের শেষের দিকে আবার যুদ্ধবিরতি আলোচনা শুরু হতে যাচ্ছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

হামাসের একটি প্রতিনিধিদল যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য মিসরের আমন্ত্রণে আগামী রবিবার কায়রো যাচ্ছে বলে ফিলিস্তিনি সংগঠনটির একটি ঊর্ধ্বতন সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের মুুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের ছেড়ে দেওয়া নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছে। কিন্তু পবিত্র রমজান মাসের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তারা ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতেই কায়রোতে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।


হোয়াইট হাউস গত শুক্রবার জানিয়েছে, কায়রোতে চলতি সপ্তাহের শেষ দিকে আলোচনা হবে। তবে আলোচনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কারমেলের সঙ্গে মার্কিন গোয়েন্দা সিআইয়ের পরিচালক বিল বার্নস যোগ দেবেন কি না তা নিশ্চিত নয়।

এর আগে বাইডেন গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে বলেছেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য অবশ্যই সব কিছু করা হবে। এদিকে গাজায় যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডাব্লিউসিকে) ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করার দাবি জানিয়েছে ইসরায়েল।


এই ঘটনার তদন্ত প্রতিবেদনের জন্য পশ্চিমা চাপের মুখে ছিল ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী অবশ্য দাবি করেছে, হামাসের গাড়ি মনে করে ভুলক্রমে ত্রাণকর্মীদের বহনকারী গাড়িবহরে হামলা চালানো হয়। তবে প্রাসঙ্গিক তথ্য-প্রমাণে এই দাবির সত্যতার প্রমাণ মেলেনি বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। ত্রাণকর্মীদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে একজন কর্নেল ও একজন মেজরকে বরখাস্তের পাশাপাশি তিনজন কমান্ডারকে তিরস্কার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এ ছাড়া এ ঘটনায় জড়িত ড্রোন ইউনিটের কার্যক্রমও স্থগিত করা হয়েছে।


এদিকে দুই কর্মকর্তার বরখাস্ত হওয়াকে ‘প্রাথমিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, প্রাথমিক তথ্যগুলো ব্রিটিশ কর্মকর্তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘তদন্তে যা উঠে এসেছে, তার পুরোটা প্রকাশ করতে হবে এবং পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন পর্যালোচনা করতে হবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তিনি ইসরায়েলের দেওয়া তদন্ত প্রতিবেদন পেয়েছেন। প্রতিবেদনটি সতর্কতার সঙ্গে পর্যালোচনাও করছেন। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে বাইডেন প্রশাসন ডেমোক্র্যাটদের দিক থেকেও চাপের মুখে রয়েছে। গত শুক্রবার সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিসহ কংগ্রেসের প্রায় ৩৬ জন সদস্য বাইডেন ও ব্লিনকেনকে চিঠি দিয়ে ইসরায়েলকে সশস্ত্র সহায়তার একটি প্যাকেজ অনুমোদনের বিষয়টি পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top