সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


নিজেকে ম্যান্ডেলার সঙ্গে তুলনা করলেন ট্রাম্প


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪ ১৫:০০

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০১:২২

 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আইকন নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেন। শনিবার একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে তিনি পোস্ট করেছেন, ‘আমার বিরুদ্ধে যে রাজনৈতিক অভিসন্ধি চলছে, তার জন্য যদি আমায় ফাঁসানো হয় এবং আমায় জেলেও যেতে হয়, আমি এই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করব। আমি আধুনিক নেলসন ম্যান্ডেলা হিসেবে চিহ্নিত হব।’
উল্লেখ্য, নেলসন ম্যান্ডেলা মুক্তি পাওয়ার আগে ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আগে টানা ২৭ বছর জেলে কাটিয়েছেন। নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালে মারা যান। এই প্রথম বার নয়, এর আগেও গত বছর একটি সমাবেশে যোগ দিয়ে নিজেকে নেলসন ম্যান্ডেলা ও যিশুখ্রিষ্টের সঙ্গে তুলনা করেছিলেন।


গত ২৫ মার্চ ট্রাম্প তার পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলার শুনানির জন্য আদালতে উপস্থিত হওয়ার সময় নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছিলেন। ম্যান্ডেলার সঙ্গে নিজের তুলনার পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার দল সমালোচনা করেছে। ট্রাম্পকে অত্যন্ত আত্মকেন্দ্রিক বলা হয়েছে।

জো বাইডেনের দল একটি অফিশিয়াল বিবৃতিতে বলেছে, ‘এতটা আত্মকেন্দ্রিক হয়ে গেছেন যে, আপনি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নিজেকে যিশুখ্রিষ্ট এবং নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করছেন।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top