সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


মারা গেলেন ‘হিগস বোসন’ কণার আবিষ্কারক পিটার হিগস


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৪ ১৭:১৪

আপডেট:
৬ মে ২০২৪ ০৫:১৭


পদার্থের বিস্ময়কণা ‘হিগস বোসন’র আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস (৯৪) মারা গেছেন। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) তিনি মারা যান। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রায় পাঁচ দশক ধরে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন হিগস। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার, ৮ এপ্রিল নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন পিটার হিগস। তিনি একজন মহান শিক্ষক ও দূরদর্শী বিজ্ঞানী ছিলেন। হিগস ছিলেন নতুন যুগের উঠতি বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস।’


এডিনবরা বিশ্ববিদ্যালয় বলেছে, হিগস ছিলেন নতুন যুগের উঠতি বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস। তার প্রয়াণে তার পরিবার শোকগ্রস্ত।

পিটার হিগস তার তত্ত্বে বলেছিলেন, শনাক্ত হয়নি- এমন এক কণার কল্যাণেই মহাবিশ্বের সবকিছু ‘ভর’ পেয়েছে, আর ওই কণার কারণেই অটুট আছে মহাবিশ্ব।


তার সেই তত্ত্ব বদলে দিয়েছিল বিজ্ঞানের গতিপথ। প্রায় অর্ধশতক পর আরেক যুগান্তকারী গবেষণায় প্রমাণ হয়, ‘হিগস বোসন’ কণা সত্যিই আছে। তারই স্বীকৃতিতে ২০১৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পান পিটার হিগস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top