সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


কানাডার নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চীন: জাস্টিন ট্রুডো


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৪ ১২:৪৫

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০১:৪৩


কানাডার নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় চীন হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, চীন গত দুটি নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল কিন্তু ফলাফল প্রভাবিত হয়নি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ট্রুডো বলেন, কয়েক বছর ধরেই দেখছি, চীন আমাদের গণতন্ত্রে নাক গলানোর চেষ্টা করছে, এমনকি প্রভাব খাটাতে চাইছে নির্বাচনেও।


গোয়েন্দা ব্রিফিং সম্পর্কে প্রশ্নের উত্তরে নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়েছে বলে দাবি করেছেন ট্রুডো। বিদেশী রাষ্ট্রগুলির হস্তক্ষেপ করার চেষ্টা সত্ত্বেও আমাদের সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে কানাডিয়ানরা সিদ্ধান্ত নিয়েছে অন্য কেউ না।

এর আগে নির্বাচনে চীনের সম্ভাব্য ভূমিকা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে অসন্তুষ্ট বিরোধী বিধায়কদের চাপে প্রধানমন্ত্রী গত বছর কমিশন গঠন করেন।


এদিকে চীন কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কথা ক্রমাগত অস্বীকার করছে। চীন জানিয়েছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top