সিডনী বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ মাওবাদী নিহত


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৪ ১৭:৩৯

আপডেট:
১ মে ২০২৪ ১২:১৫

 

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ মাওবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে শীর্ষ মাও নেতা শংকর রাও-ও রয়েছেন। এই শংকর কাঁকর জেলার শীর্ষ মাও কম্যান্ডার ছিলেন। তার মাথার দাম ছিল ২৫ লাখ রুপি।

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের তিন দিন আগে এই অভিযান পরিচালানা করা হয়। মাওবাদীদের পাল্টা হামলায় তিন নিরাপত্তা সদস্যও নিহত হয়েছে।

 

সূত্রের খবর, মৃত ২৯ জন মাওবাদীর মধ্যে শীর্ষ মাও নেতা শংকর রাও-ও রয়েছেন। এই শংকর কাঁকর জেলার শীর্ষ মাও কম্যান্ডার ছিলেন। তার মাথার দাম ছিল ২৫ লাখ রুপি। এছাড়াও মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতা খতম হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর বারুদ এবং একে-৪৭ উদ্ধার হয়েছে।

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে যৌথ অভিযান শুরু করে বিএসএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স। এই ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স ২০০৮ সালে মাও দমনের লক্ষ্যেই তৈরি হয়েছিল। মূলত ছত্তিশগড়ের কাঁকর জেলার জঙ্গলে চলে এই অভিযান। যৌথ অভিযানেই আসে সাফল্য।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top