যুক্তরাজ্যে নতুন করে দাঙ্গা
 প্রকাশিত: 
 ৭ আগস্ট ২০২৪ ১৫:০৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৪৫
যুক্তরাজ্যের কয়েকটি শহরে সোমবার রাতে নতুন করে দাঙ্গা ও অস্থিরতার ঘটনা ঘটেছে। বেলফাস্ট, ডালিংটন ও প্লেমাথ শহরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
ডেভন ও কর্নওয়াল পুলিশ জানিয়েছে, প্লেমাথের সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তবে তাদের কারও আঘাতই গুরুতর নয়। এখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ বেলফাস্টে রবিবার পুড়িয়ে দেওয়া এক সুপারমার্কেটের সামনে দাঙ্গা পুলিশের দিকে পাথর ও পেট্রল বোমা ছুড়ে মারা হয়।
গত সপ্তাহে ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় তিন শিশু নিহত হওয়ার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। দাঙ্গা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চার শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সাউথপোর্ট শহরে ছুরি হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। ঘটনার এক সপ্তাহ পর আয়োজিত এই স্মরণানুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হয়। শিশুরা বুদবুদ ও হৃদয় আকৃতির বেলুন উড়িয়ে এবং অন্যরা ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন।
মার্সিসাইড কাউন্টি পুলিশ জানিয়েছে, ছুরি হামলার ঘটনায় আহত একটি শিশু এখনও হাসপাতালে আছে, বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন এক্সেল মুগানওয়া রুডাকুবানার বিরুদ্ধে তিনটি খুন, ১০টি খুনের চেষ্টা ও রান্নাঘরের একটি বাঁকা ছুরি নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। ১৭ বছর বয়সী এই কিশোরের জন্ম ওয়েলসের কার্ডিফে। তারা বামা-মা রুয়ান্ডান। তারা ২০১৩ সালে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে সাউথপোর্টে এসে বসবাস করছিলেন।
পুলিশের বিশ্বাস, পুরো যুক্তরাজ্য জুড়ে শহর ও নগরগুলোতে দাঙ্গা শুরু হয় হামলাকারী রুডাকুবানা মুসলিম শরণার্থী এমন একটি গুজব ছড়ানোর পর। দাঙ্গায় জড়িয়ে পড়া বিক্ষোভকারীদের কার্যকলাপকে ‘কট্টর-ডানপন্থি গুন্ডামি’ আখ্যা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, অস্থিরতা সৃষ্টিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তার শান্ত থাকার আহ্বান সত্ত্বেও সোমবার রাতে প্লেমাথে সহিংসতা ছড়িয়ে পড়ে।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: