সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


বন্যা-ভূমিধসে জাপানের পূর্বাঞ্চলে নিহত ১০


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০১৯ ০৪:১৩

আপডেট:
৬ মে ২০২৪ ০৭:৫০

বন্যা-ভূমিধসে জাপানের পূর্বাঞ্চলে নিহত ১০

প্রভত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পূর্বাঞ্চলে টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ভূমিধসে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্ব উত্তরপূর্বের দুটি অঞ্চল চিবা ফুকুশিমার জলমগ্ন এলাকার ওই দুঘর্টনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে। ফরাসি সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।



দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যা ভূমিধসে এসব মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে দেশটির পূর্বাঞ্চলে। বার্তা সংস্থা রয়টার্স শনিবারের এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তত ১০ জনের মৃত্যু ছাড়াও আরও চারজন মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না।



রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, টোকিওর দক্ষিণ-পূর্বাঞ্চলের চিবায় ক্ষতিগ্রস্ত দুই ঘরের ধ্বংসাবশেষ সরাচ্ছে জরুরি উদ্ধারকর্মীরা। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলে বন্যা ভূমিধসে জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ভাঙা গাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্বার করা হয়েছে। অগ্নি নির্বাপক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ফুকুশিমার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।



টাইফুন হাগিবিসে লন্ডভন্ড মধ্য পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তীব্র বাতাস মুষলধারে বৃষ্টির পাশাপাশি আরও বন্যা ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ। গত মাসে দুটি টাইফুন আঘাত হানা উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে।



গত ১২ অক্টোবর দ্বীপরাষ্ট্র জাপানের সবচেয়ে বড় দ্বীপ হোনসুর ওপর আঘাত হানে শক্তিশালী সামুদ্রিক ঝড় টাইফুন হাগিবিস। তাতে ৮৮ জনের প্রাণহানি, জন নিখোঁজ ছাড়াও ৩০০ জনেরও বেশি আহত হয়। হাজার হাজার বাড়িঘর ভবন ধসে পড়েছে। যা এখনও মেরামত করা হয়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top