সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০১৯ ০৩:১৭

আপডেট:
৬ মে ২০২৪ ০৪:৩৭

ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুকনো মৌসুম আসতে না আসতেই আবারও শুরু হয়েছে ভয়াবহ দাবানল। নিরাপত্তার খাতিরে অঙ্গরাজ্যের বহু এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ফলে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সেখানকার লাখো মানুষ।



প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই) কোম্পানি জানিয়েছে, ‘ইতিহাসের অন্যতম তীব্র বায়ুপ্রবাহে’র পূর্বাভাস পেয়ে আগাম সতর্কতা হিসেবে তারা এ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে। কেননা বর্তমান অবস্থায় দাবানলের কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলে তা থেকে আরও নতুন আগুন লাগতে পারে।



২৪ অক্টোবর পর্যন্ত কিনক্যাড দাবানল ১০ হাজার একর এলাকায় বিস্তৃত হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের তথ্যমতে, শক্তিশালী বাতাসের কারণে এ আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। দাবানলে আগুনে এরইমধ্যে পুড়েছে ১৬ হাজার একর জমি। শুষ্ক বাতাসে ঘণ্টায় ১১২ কিলোমিটার এলাকা পুড়িয়ে অঙ্গরাজ্যটির দক্ষিণদিকে এগিয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা।



ইতোমধ্যে এবারের দাবানলে অর্ধলক্ষের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। লস অ্যাঞ্জেলেস এবং সোনোমার কাউন্টিগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।



বিবিসি জানায়, রাজ্যের বিভিন্ন অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ এক টুইটবার্তায় জানিয়েছে, রাজ্যে আগুনের পরিস্থিতি জটিল।



আবহাওয়া অধিদফতরের মতে পরিস্থিতি আগামী দু-এক দিনে আরও ভয়াবহ রূপ নিতে পারে। জাতীয় আবহাওয়া দফতরের ভূতত্ত্ববিদ মার্ক শেনার্ড বলেন, আজ ও আগামীকালের মধ্যে বাতাসের বেগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষত ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বাতাস ঘণ্টায় ৫৫ মাইল বেগে ধাবিত হতে পারে। এমনকি কিছু উপকূলীয় অঞ্চলে এ বেগ ঘণ্টায় ৭৫ মাইল পর্যন্ত হতে পারে। আর তেমনটি হলে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়বে সন্দেহ নেই।



সোনেমা কাউন্টি শেরিফ বলেন, বিগত ২৫ বছরের সবচেয়ে বড় উদ্ধার অভিযান চালাচ্ছেন তারা। সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে ২০১৭ সোলের পর এমন পরিস্থিতি আর কখনো আসেনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top