সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


মেক্সিকোতে আগুন দিয়ে মার্কিন পরিবারের ৯ জনকে হত্যা


প্রকাশিত:
৬ নভেম্বর ২০১৯ ২৩:২৮

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:৫১

মেক্সিকোতে আগুন দিয়ে মার্কিন পরিবারের ৯ জনকে হত্যা

প্রভাত ফেরী: মেক্সিকোর উত্তরাঞ্চলে বন্দুকহামলায় এক মার্কিন পরিবারের নয় জন নিহত হযেছে। একটি বড় পরিবারের তিন নারী ও ছয় শিশু সন্তান নিহত হয় বন্দুকধারীদের হামলায়। তারা সবাই মর্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। স্থানীয় সময় গত সোমবার এই ঘটনা ঘটে। তারা গত এক দশক ধরে মেক্সিকোতে বসবাস করে আসছিলেন।



সোমবার অজ্ঞাত এক ব্যক্তি ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় মাদক চক্রের হামলার শিকার ওই পরিবার।



মেক্সিকোর সংবাদমাধ্যমগুলো জানায়, ওই পরিবারের নাম লেবারন পরিবার। তারা অনেকদিন ধরেই উত্তরাঞ্চলের মোরমোন এলাকায় বসবাস করে আসছিলেন। নিহত ও নিখোঁজ সবাই মার্কিন নাগরিক হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে তারা।



স্থানীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি পুড়ে যাওয়া গাড়ি দেখা যায়। ধারণা করা হচ্ছে এই গাড়িটি ঐই পরিবারেই।



জুলিয়ান লেবারন নামের ওই ব্যক্তি জানান, তার কাজিন যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন রাঞ্চো লা মোরাতে তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় সংঘবদ্ধ মাদক-গ্যাং। তিনি এই ঘটনাকে ‘ধ্বংসযজ্ঞ’ বলে উল্লেখ করেন।



গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় কেউ কেউ জীবন্ত পুড়ে মরেছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর আরও দুটি গাড়ি পাওয়া যায়। সেগুলো থেকেও উদ্ধার করা হয় মৃতদেহ।



ঘটনার পর যারা বেঁচে ছিলেন তাদের সবাইকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সিবিএস নিউজ জানায়, যারা হামলা চালিয়েছে তারা ইচ্ছাকৃতভাবে টার্গেট করে হামলা চালিয়েছিল।



লেবারন পরিবারটি কয়েকটি গাড়ির বহরে করে যাচ্ছিলো। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী বলেছেন, বহর দেখে ভুল করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।



ওই পরিবারটির সদস্য লাফে ল্যাঙফোর্ড বলেন, তার যেভাবে হত্যা করেছে তা এক ধরনের বেপরোয়া হত্যাকাণ্ড। এটি ভাষায় বর্ণনা করা যায় না। এই ঘটনার পর টুইট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট হয়ে তাড়াতাড়ি কাজ শেষ করতে চাই। মেক্সিকোর নতুন প্রেসিডেন্টও একে অনেক গুরুত্ব দিচ্ছে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top