সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


জম্মু ও কাশ্মীরে সড়ক দুর্ঘটনায়, নিহত ১৬ জন


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০১৯ ২২:১০

আপডেট:
২০ মে ২০২৪ ২৩:৩৪

জম্মু ও কাশ্মীরে সড়ক দুর্ঘটনায়, নিহত ১৬ জন

প্রভাত ফেরী ডেস্ক: ভারত শাসিত জম্মু কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। এতে আহত হয়েছেন আরো কয়েক জন। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের দোদা শহরের কাছে বাটোট-কিশ্তাওয়ার জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি গাড়ি খাদে পড়লে নিহত হন তারা। বিকালে জম্মু-কাশ্মীরের দোদা শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।



বাসটি বাটোট-কিশ্তাওয়ার জাতীয় সড়ক দিয়ে ক্লেনী থেকে মারমতের গোয়া গ্রামের দিকে যাওয়ার সময় ডোডা শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর ইন্ডিয়া টুডের।



কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়ে তদন্ত হচ্ছে। তুষারপাতের কারণে প্রায়ই ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত নভেম্বর জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার লাংগেট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দুই জওয়ান নিহত হয়।



গত কয়েকদিন ধরেই তুষারপাতের কারণে কাশ্মীরের বিভিন্ন রাস্তায় বরফ জমে আছে। ফলে এসব রাস্তায় খুব সাবধানে গাড়ি চলাচল করছে। চলতি সপ্তাহে তুষারপাতের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।



পুলিশ সূত্রে জানা যায়, সকালে ক্লীনি থেকে মারমাটের গোয়া গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল গাড়িটি। দুপুর টা ২৫ মিনিটের দিকে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় গাড়িটি।



ডোডার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মুমতাজ আহমেদ জানান, পার্বত্য অঞ্চল মারমাট এলাকায় চলন্ত গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক। এর ফলে সড়কের পাশেই গভীর খাদে পড়ে যায় গাড়িটি। নিহত ১৬ জনের মধ্যে রয়েছে দুটি শিশুও। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top