সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


পাকিস্তানে বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ০৩:০২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১২:২৪

আগুনে পুড়ে যাওয়া বাস  ছবি: রয়টার্স

প্রভাত ফেরী ডেস্ক: পাকিস্তানে বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশের ঝোব জেলায় তেলবাহী ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন লেগে যায়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় বলা হয়, তেলবাহী ভ্যান জোব জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এসময় আগুন লেগে বাসের ১৩ জন এবং ভ্যানের চালক ও তার সহকারীসহ মোট ১৫ জন মারা গেছে।

প্রাথমিক তদন্তের পর কান মেহতারজাইয়ের আধাসামরিক সেনা ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ কাক্কার বলেছেন, ভ্যানটিতে চোরাপথে ইরানের জ্বালানি তেল আসছিল। জ্বালানি তেল থাকার কারণেই ধাক্কা লাগার পর এতে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে ভ্যান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাসে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই গাড়ি দুটি পুড়ে ছাই হয়ে যায়।

৪৪ সিটের যাত্রীবাহী বাসটি ১৪ জন যাত্রী নিয়ে কুয়েটা থেকে দেরা গাজি খান জেলায় যাচ্ছিল।

দেশটির কল্যাণ ট্রাস্টের উদ্ধারকর্মীরা জানান, তেলবাহী ভ্যানটি ইরান থেকে চোরাই তেল ও ডিজেল নিয়ে ফিরছিল। জ্বালানি তেলের কারণে এ দুর্ঘটনা ঘটে।

বেলুচিস্তানের মুখ্যসচিবকে ঘটনার তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top