সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতজুড়ে সহিংস বিক্ষোভ


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ২২:২১

আপডেট:
১৬ ডিসেম্বর ২০১৯ ০৪:১৩

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশটির আসাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গসহ সারাদেশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার দিনভর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরসহ বিভিন্ন স্থানে রেলস্টেশনে হামলা, অগ্নিসংযোগ ও পুলিশকে মারধর এবং রেলপথ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এর আগে দিল্লিতেও বিক্ষোভ সংঘটিত হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে।

বিক্ষোভকারীরা বেশ কিছু দোকান-পাট, টিকিট কাউন্টার, ১৫টি বাস ও পাঁচটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়। মুর্শিদাবাদ জেলার লালগোলা রেল স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

এর আগে নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো। কিন্তু বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংশোধিত নাগরিকত্ব আইনে অনুমোদন দেওয়ার পর বিলটি আইনে পরিণত হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) মুর্শিদাবাদের লালগোলা স্টেশনে খালি পড়ে থাকা পাঁচটি ট্রেনে আগুন দেয় বিক্ষোভকারীরা। মুর্শিদাবাদের পোড়াডাঙ্গা, জঙ্গিপুর ও ফারাক্কা স্টেশন এবং হাওড়ার বাউরিয়া ও নালপুর রেলস্টেশন অবরোধ করা হয়। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের সংযোগস্থল ন্যাশনাল হাইওয়ে ৩৪ অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। ১৫টি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে তাতে আগুন দেন তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা রেল ও সড়কপথ বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার বদলে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ার করেছেন, যারা জনগণের সম্পদের ক্ষতি করছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

মুর্শিদাবাদের বেলডাঙ্গায় রেলস্টেশনে কয়েক হাজার প্রতিবাদকারী শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ঢুকে পড়ে অগ্নিসংযোগ করে। এ সময় বাধা দিতে গেলে রেলওয়ে পুলিশ সদস্যদের মারধর করে বিক্ষোভকারীরা। রেলওয়ে পুলিশ ফোর্সের (আরপিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটিআইকে জানান, বিক্ষোভকারীরা স্টেশন কমপ্লেক্সে ঢুকে স্টেশনের প্ল্যাটফর্ম, দুটি ভবন ও রেলওয়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা পুলিশ সদস্যদের নির্দয়ভাবে পিটুনি দেয়। জেলার ৩৪ নম্বর জাতীয় মহাসড়ক অবরোধ এবং তিনটি রাজ্য সড়কে যানবাহন ভাঙচুর করা হয়।

ভ্রমণ সতর্কতা : ভারতে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে সহিংসতার জের ধরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরায়েল ও সিঙ্গাপুর নিজ নিজ নাগরিকদের জন্য ভারত ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর তাদের কর্মকর্তাদের জন্য আসাম সফর সাময়িকভাবে স্থগিত করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তর নাগরিকদের জন্য ভারত ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করে। এ ছাড়া কানাডা, ইসরায়েল ও সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে একই ধরনের সতর্কতা জারি করে।

সূত্র : এএফপি ও আনন্দবাজার


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top