সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


আজ ইরাকে ফের বিমান হামলা, নিহত ৬


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২০ ২২:৫১

আপডেট:
৫ জানুয়ারী ২০২০ ০৮:৩০

ছবি: এএফপি থেকে সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: কাসেম সুলাইমানিকে হত্যার পর আবারও ইরাকে বিমান হামলার ঘটনা ঘটেছে। এ বিমান হামলায় ছয় জনের নিহতের খবর পাওয়া গেছে। তবে এই বিমান হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার সকালে বাগদাদের উত্তরে পপুলার মোবালাইজেশন মোভমেন্টে সদস্যদের গাড়িবহরে হামলার ঘটনা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। গাড়িবহরটি টাজ নামক একটি এলাকা দিয়ে যাচ্ছিল। তবে ওই গাড়িবহরে মিলিশিয়া বাহিনীর সিনিয়র বা গুরুত্বপূর্ণ কোনো সদস্য ছিলেন না।

এদিকে, ইরাকের সেনাবাহিনীর দাবি এই বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে শুক্রবার মার্কিন হামলায় ইরানের অন্যতম শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিসহ আরও পাঁচজন নিহত হয়েছেন। নিহত জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান।


বিষয়: ইরাক


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top