সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ইরানে বিমান বিধ্বস্ত, ১৮০ যাত্রীর কেউই বেঁচে নেই


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২০ ২৩:৫৬

আপডেট:
৯ জানুয়ারী ২০২০ ০৪:১৭

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেন এয়ারলাইন্সের একটি প্লেন উড্ডয়নের সময় ১৮০ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। ১৮০ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটির কোনও আরোহী বেঁচে নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বুধবার সকালে এ ঘটনা ঘটে । ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে যাত্রীবাহী এই বিমান বিধ্বস্তের খবর দেয়া হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, বিমানটি ১৮০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল ইউক্রেনের এই বিমান। তেহরানের কাছেই ভেঙে পড়ে এই বিমান। জানা গিয়েছে তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে ওড়ে এই বোয়িং-৭৩৭ বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে।

এদিকে, ইরাকে মার্কিন ঘাঁটিতে এক ঘণ্টার ব্যবধানে দু'বার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলের বেশিরভাগ আকাশসীমাই বন্ধ রাখা হয়েছে।

তবে তেহরানের কাছে ইউক্রেনের ওই যাত্রীবাহী বিমানটি বিধ্বস্তের ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অস্থিরতার কোনো সম্পর্ক নেই। ইরানের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে, বিধ্বস্ত বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল।

রাডারের তথ্য অনুযায়ী, ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ বিমানটি তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে সকাল ৬টায় যাত্রা করেছিল। বিমানটিতে ১৮০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিল।

বিমানটি উড্ডয়নের মাত্র তিন মিনিটের মাথায় বিধ্বস্ত হয়েছে বলে ইরানের একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে গেছে। বিমানটি উড্ডয়নের পর মাটি থেকে ৭ হাজার ৯২৫ ফুট ওপরে উঠেছিল। এরপর তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছেই এটি বিধ্বস্ত হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ওই বিমানটিতে থাকা সব আরোহীই মারা গেছেন। বোয়িং ৭৩৭ বিমানটি তেহরানের পারান্ড শহরতলীর কাছে বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট বলেছিল, জীবিত কাউকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top