সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


পাকিস্তানের লাহোরে পারফিউম কারখানায় বিস্ফোরণ, নিহত ১২


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২০ ২৩:০৮

আপডেট:
২ মে ২০২৪ ০৮:৫৯

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: পাকিস্তানে একটি পারফিউম কারখানায় সিরিজ সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, লাহোরের বস্তি এলাকায় অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লেগে যায়।এ ছাড়া আহত হয়ে হাসপাতালে রয়েছে আরও ২ জন। মঙ্গলবার কারখানায় একটি সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ ভেঙে পড়ে। ওই সময় ১৫ জন শ্রমিক ওই কারখানায় কাজ করছিলেন। এখনো উদ্ধার কাজ চলছে।

স্থানীয়রা জানান, প্রথমে তারা ওই কারখানায় বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তারপরেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। তবে আগুনের গ্রাসে নয় বরং ছাদ ভেঙে পড়াতেই ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানিয়েছে, জামিল (৩৬), জাহিদ (৬৫), জাহিদের স্ত্রী রাশিদা বিবি (৩০), আরিবা (৬), মসেস (৯) এবং ৪৫ বছরের ওই কারখানার মালিক। যে দুই জন আহত রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আবিদ ও নাভেদ।

উদ্ধারকারীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো উদ্ধার কাজ চলছে। ছাদ ভেঙে পড়াতেই এই হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মরদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা আগে জানতেন ওই কারখানায় বস্ত্র তৈরি হতো। আগুন লাগার পর তারা জানতে পারেন এখানে সুগন্ধি তৈরি হতো। কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে দমকল বাহিনীর।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top