সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০


প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২০ ২৩:১০

আপডেট:
৩১ জানুয়ারী ২০২০ ১০:৫১

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০-এ। প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর মিছিল কেবল দীর্ঘায়িত হচ্ছে। এতে আরও আক্রান্ত হয়েছেন ৭,৭৭১ জন।

বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছে চীন সরকারের বরাত দিয়ে বিখ্যাত সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, হুবেই প্রদেশেই নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওই প্রদেশেই নতুন করে আরো ১ হাজার ৩২ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৮ টি দেশে ছড়িয়েছে চীনের এই করোনা ভাইরাস। বুধবার আরব আমিরাত , ফিনল্যান্ড এবং তিব্বতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়ছে মরণঘাতী করোনা ভাইরাস। বিশ্বজুড়ে এখন সবচে আলোচিত ও আতঙ্ককর বিষয় হয়ে দাঁড়িয়েছে এ ভাইরাস। চীনে করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে। এ ঘটনায় বুধবার জাপান ও যুক্তরাষ্ট্র উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এখন পর্যন্ত প্রায় আট হাজার। এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল হেল্থ কমিশন। চীন ছাপিয়ে এই রোগ এখন বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top