সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


চীনা নাগরিকদের সব ভিসা বাতিল করেছে ভারত


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:১৪

ফাইল ছবি

প্রভাত ফেরীঃ সোমবার নাগাদ চীনে করোনাভাইরাসে আক্রান্ত ৪২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২০ হাজার ৪৩৮ জন। ভারতেও  করোনাভাইরাসে আক্রান্ত চারজন শনাক্ত হয়েছে। আক্রান্ত চারজন ব্যক্তিই সম্প্রতি চীন থেকে ভারতে ফিরে এসেছেন।

 

এ অবস্থায় চীনা নাগরিকদের সব ভিসা বাতিল করেছে প্রতিবেশী দেশ ভারত। চীনা নাগরিক বা চীনের বাসিন্দা অন্য কোনও দেশের নাগরিকের আগে থেকে ভারতীয় ভিসা থাকলেও তারা এখন সে দেশে ঢুকতে পারবেন না।

 

বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে একটি টুইটে জানিয়েছে, ‘আমরা এটা স্পষ্ট করে দিতে চাই যে আগে থেকে জারি করা ভিসা আর বৈধ বলে গণ্য হবে না।’

 

এছাড়া ১৫ জানুয়ারির পর ভারতে প্রবেশকারী চীনা নাগরিকদেরকেও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি হটলাইন নম্বরে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে তাদের বিষয় কী সিদ্ধান্ত নেয়া হবে তা জানানো হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top