ঘূর্ণিঝড় ডেনিসের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২
 প্রকাশিত: 
 ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:০১
                                প্রভাত ফেরী: প্রবল শক্তি সঞ্চয় করে যুক্তরাজ্যে ধেয়ে আসা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ডেনিসের আঘাতে দু'জনের মৃত্যু হয়েছে। শনিবার স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, মারগেইট উপকূল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দেশটির আবহাওয়া অফিস বলছে, আটলান্টিকে এই ঝড় প্রবল শক্তি সঞ্চয় করে বোমা ঘূর্ণির রূপ নিয়ে ওয়েস্ট ইয়র্কশায়ার উপকূলে আঘাত হেনেছে। এ সময় ঝড়ের তাণ্ডবে পড়ে দু'জন মারা গেছেন বলে স্কাই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির কোস্টগার্ড বলছে, শনিবার সকালের দিকে টেলিফোনে খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা মারগেইট উপকূল থেকে অপর একজনের মরদেহ উদ্ধার করেছে। কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, কয়েক ঘণ্টার তল্লাশি অভিযানের পর শনিবার দুপুর ১টার দিকে মারগেইট উপকূল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
ব্রিটেনের আবহাওয়া দফতর বলছে, ঘণ্টায় ১১৩ কিলোমিটারের বেশি বাতাসের তীব্র গতি নিয়ে যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডেনিস। এই ঘড় ইতোমধ্যে ওয়েস্ট ইয়র্কশায়ার উপকূলের দিকে আছড়ে পড়েছে। এই ঝড়ের কারণে একদিনেই একমাসের বৃষ্টিপাত হতে পারে।
স্কাই নিউজ বলছে, ঘূর্ণিঝড় ডেনিসের আঘাতে লন্ডভণ্ড ওয়েস্ট ইয়র্কশায়ারের কেন্ট উপকূলে দু'জন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে হার্নি বে এলাকায় এক কিশোর সমুদ্রে নেমে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন।
দক্ষিণ স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড, ওয়েলস এবং দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ঘূর্ণিঝড় ডেনিস তাণ্ড চালাতে পারে বলে আবহাওয়া দফতরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে। এসব এলাকায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় মানুষের জীব হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ভয়ঙ্কর এই ঝড়ের তাণ্ডবের শঙ্কায় বাজেট এয়ারলাইন ইজিজেট যুক্তরাজ্যে তাদের ২৩৪টি ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করেছে। এতে ৪০ হাজারের বেশি যাত্রী সমস্যার মুখে পড়েছেন। এদিকে, ঝড়ের তাণ্ডব মোকাবেলায় ওয়েস্ট ইয়র্কশায়ারে সেনাবাহিনী মোতায়েন করো হয়েছে।
বিষয়: যুক্তরাজ্য

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: