সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


প্রাণঘাতী করোনা ভাইরাসে ইউরোপে প্রথম মৃত্যু, মহামারির আশঙ্কা


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৪

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০৫

ফাইল ছবি

প্রভাত ফেরী : চীনের বিশাল সীমানা পেরিয়ে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপে প্রথমবারের মতো একজন মারা গেছেন। শনিবার ফ্রান্সে করোনায় এক নারী মারা গেছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তিনি একজন চীনা পর্যটক। তার বাড়ি চীনের হুবেই প্রদেশে। এদিকে যুক্তরাজ্যের বিশেজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন করোনাভাইরাস ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে প্রায় ৪ লাখ মানুষ মারা যেতে পারে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী আগনেস বুজেনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন ওই নারী। পরে করোনায় আক্রান্ত হলে ২৫ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করে কোয়ারেন্টাইনে রাখা হয়। চীনা ওই পর্যটকের বয়স ৮০ বছর।

এর আগে চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সে সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, নিহত ওই চীনা পর্যটকের মেয়েও করোনায় সংক্রমিত হয়েছেন। তবে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন মন্ত্রী আগনেস।

চীনের মূল ভূখণ্ডের বাইরে বিশে্বর অন্তত ২৪টি দেশে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, যুক্তরাজ্যের বিশেজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। এ ছাড়াও এই ভাইরাসে আরও কয়েক মিলিয়ন মানুষ আক্রান্ত হতে পারে। আর এমনটি হলে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা চিকিৎসা দিতে হিমশিম খাবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইমপেরিয়াল কলেজ লন্ডনের জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর নেইল ফারগুসোন বলেন, আমরা যেটা জানি না সেটা হলো সবাই যদি আক্রান্ত হয় তাহলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কত মানুষ মারা যাবে। কি অনুপাতে মারা যাবে এবং এর ঝুঁকি কি? আমাদের করা হিসাব অনুযায়ী যারা আক্রান্ত হবেন তাদের মধ্যে ১ শতাংশ মারা যাবেন। আর ১ শতাংশ মারা গেলে এর সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ লাখ। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top