সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


জার্মানির হানাউয়ে বন্দুক হামলা: নিহত ৮, আহত ৫


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩৩

আপডেট:
২১ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৫৭

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: জার্মানির হানাউ শহরে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে এক সীসা বারে এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শহরের কেন্দ্রস্থলের একটি ও শহরের বাইরের আরকেটি সিসাবারে এক বন্দুকধারী গুলিবর্ষণ করলে প্রথমটিতে তিনজন এবং দ্বিতীয়টিতে পাঁচজন মারা যান।

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টা নাগাদ বন্দুকধারীরা হামলা চালায় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। তবে হামলাকারীরা পালিয়ে গেছে। পুলিশ তাদের আটকে অভিযান অব্যাহত রেখেছে। প্রাথমিক হামলার কারণ জানা যায়নি।

সরকারি কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেলিকপ্টার দিয়ে দুটি জায়গাতেই টহল অব্যাহত রেখেছে। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ধারণা পায়নি পুলিশ।

চারদিনের মধ্যে এটি দেশটিতে দ্বিতীয় হামলার ঘটনা। চলতি সপ্তাহেই বার্লিনে এক তুর্কি কমেডি শো’র ভেন্যুতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছিলেন।


বিষয়: জার্মানি


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top