সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সারাবিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪০০০ ছাড়ালো


প্রকাশিত:
১০ মার্চ ২০২০ ১৭:৪৫

আপডেট:
১১ মার্চ ২০২০ ০২:০২

ফাইল ছবি

প্রভাত ফেরী: প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। প্রথম দিকে চীনে আক্রান্তের এবং মৃত্যুর হার বেশি থাকলেও বর্তমানে ইতালিতে আক্রান্তের এবং মৃত্যুর হার চীনকেও ছাড়িয়েছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে চীনে। সেখানে ৮০ হাজার ৭৫৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ১৩৬ জন।

বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপরই এই ভাইরাস চীনের অন্যান্য শহরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।

আর সে কারণেই সমগ্র ইতালিতে জারি হয়েছে জরুরি অবস্থা। যাতায়াত এবং ঘরের বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ৪৬৩ জনে।

এদিকে, উৎপত্তি স্থল চীনের বাইরে মোট মৃতের সংখ্যা ৮৮২। ইরানে ২৩৭, দক্ষিণ কোরিয়ায় ৫৩, স্পেনে ২৮, আমেরিকায় ২৬, জাপানে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ফ্রান্সে ১ হাজার ৪১২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩০ জন। স্পেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩১ এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। জার্মানিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২২৪ এবং মৃতের সংখ্যা ২।  যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭০৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৭ জন।

এছাড়া আফগানিস্তান, উত্তর মেসিডোনিয়া, সেনেগাল, বুলগেরিয়া এবং মালটায় ৪ জন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অন্যদিকে, বাংলাদেশে ৩, কম্বোডিয়ায় ২, কলম্বিয়ায় ৩, মরক্কোতে ২, নাইজেরিয়ায় ২, ক্যামেরুন ২, সাইপ্রাসে ২, ফেরো দ্বীপপুঞ্জে ২, মার্টিনিকে ২, সেইন্ট মার্টিনে ২, সার্বিয়ায় ২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আন্দোরা, আর্মেনিয়া, জর্ডানে, লিথুনিয়া, মোনাকো, নেপাল, শ্রীলঙ্কা, ইউক্রেন, ভুটান, ব্রুনেই, বুরকিনা ফাসো, চ্যানেল আইসল্যান্ড, গিব্রালটার, ভ্যাটিকান সিটি, মোলদোভা, মঙ্গোলিয়া, পানামা, প্যারাগুয়ে, সেন্ট বার্থ, টোগোতে একজন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top