সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ফের ইরাকের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, মার্কিন ও ব্রিটিশ সৈন্য নিহত


প্রকাশিত:
১৩ মার্চ ২০২০ ০৫:৪১

আপডেট:
১৩ মার্চ ২০২০ ১৭:৫৮

ফাইল ছবি

প্রভাত ফেরী: ইরাকের বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন সামরিক ঘাঁটিতে রকেট হামলায় ২ আমেরিকান ও ব্রিটেনের ১ সৈন্য নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো ১২ জন। বুধবার ইরাকের সময় রাত ৭টা ৩৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, এ হামলা কোথা থেকে করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, তাজি ক্যাম্পে রকেট হামলায় একজন মার্কিন সৈন্য, একজন মার্কিন কনট্রাক্টর ও একজন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ইরাক ও সিরিয়ায় অবস্থান করা মার্কিন নেতৃত্বাধীন জোট থেকে এক বিবৃতিতে জানায়, তাজি ক্যাম্পে ১৮টি রকেট আঘাত করেছে ও এতে জোটের তিনজন সদস্য নিহত হয়েছে।

এর আগে এক টুইট বার্তায় মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এ হামলা হয়। এই হামলার তদন্ত শুরু করা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরাকে তাজি ক্যাম্পের হামলায় ব্রিটিশ সেনা নিহত হওয়ার ঘটনা সম্পর্কে আমরা অবগত রয়েছি। ঘটনার তদন্ত চলছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিনস এক টুইটে বলেছেন, এটা নিশ্চিত যে তাজি ঘাঁটিতে জোটের সেনাদের লক্ষ্য করে অন্তত ১৫টিও ছোট রকেট ছোড়া হয়েছে। ইরাকি সেনাবাহিনী রকেট লাঞ্চার লাগানো একটি পিক-আপ খুঁজে পেয়েছে এবং তিনটি রকেট চেম্বারে রয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে ইরাকে দূতাবাস এবং ইরাকের সামরিক ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে, বিশেষ করে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন জেনারেল সোলেইমানি। ইরানের এই জেনারেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

তার মৃত্যুর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।


বিষয়: ইরাক ইরান


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top